Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

অফিস সময় সূচীঃ-

সকাল ৮.০০ টা হতে বিকাল ২.৩০ টা পর্যন্ত (শুক্রবার বন্ধ)

 

এখানে নিম্ন বর্ণিত সেবা প্রদান করা হয়ঃ

 

ক) পরিবার পরিকল্পনা সেবা সমূহ-

১। আইইউডি, ইনেজেকশন, খাবার বড়ি ও কনডম প্রদান করা হয়।

২। ঐ সকল পদ্ধতি গ্রহীতাদের পার্শ্বপ্রতিক্রিয়া সেবা দেওয়া হয়।

খ) মা ও শিশু স্বাস্থ্য সেবা সমূহ-

১। গর্ভবতী পরিচর্যা।

২। প্রসুতি সেবা।

৩। ০৫ বছরের নিচের শিশুদের স্বাস্থ্য সেবা।

৪। স্থায়ী পদ্ধতি গ্রহীতা বৃদ্ধির জন্য উদ্বদ্ধকরন সভা।

৫। সাধারন রোগীদের পরিবার পরিকল্পনা বিষয়ক সেবা প্রদান।

৬। ০৮ সপ্তাহ পর্যন্ত এম আর সেবা প্রদান করা হয়।

গ) স্থায়ী পদ্ধতি সেবা সমূহ-

১। মহিলা বন্ধাকরন সেবা প্রদান।

২। পুরুষ বন্ধাকরন সেবা প্রদান।

৩। ইমপ্ল্যান্ট সেবা প্রদান

 

মন্তব্যঃ পরিবার পরিকল্পনা সেবা গ্রহনের ক্ষেত্রে সেবা গ্রহীতাদের আই,ইউ,ডি/কপার-টি=১৫০/০০ টাকা, ইমপ্লান্ট ক্ষেত্রে= ১৫০/০০ টাকা, স্থায়ী পদ্ধতি (পুরুষ)= ২০০০/০০ টাকা ও একটি লুঙ্গি এবং স্থায়ী পদ্ধতি (মহিলা০ =২০০০/০০ টাকা ও একটি শাড়ী প্রদান করা হয়।

 

এছাড়া অন্যান্য সেবা বিনা মূল্যে প্রদত্তঃ-

সাধারন রোগী সেবা, বয়ঃ সন্ধিকালীন সেবা (কৈশোর প্রজনন স্বাস্থ্য সেবা), স্বাস্থ্য শিক্ষামূলক সেবা।

 

প্রয়োজনে রোগীকে উচ্চতর সেবা কেন্দ্রে প্রেরণ।